মাননীয় সভাপতিঃ
প্রফেসর এম ই এইচ আরিফ
সভাপতি
আমরা স্কুলটি গড়েছি একটি চেতনা থেকে একটি উপলব্দি থেকে। দেশে বহু স্কুল প্রতিষ্ঠিত হয়েছে এবং হচ্ছে। তথাপি চারদিকে স্কুল ঘেরা পরিবেশে আরেকটি স্কুল গড়ার সাহস ও স্পর্ধা কেন আমাদের হয়েছিল! দীর্ঘদিন বিভিন্ন বেসরকারী ও সরকারী কলেজে শিক্ষকতা করার সময় কেবলই আমার মনে হয়েছে আমাদের দেশে সাধারণের জন্য শিক্ষার যে পরিবেশ তা অরাজকতাপূর্ণ। উন্নত দেশে যেখানে একজন ছাত্র বা ছাত্রী উচ্চ শিক্ষা গ্রহণের সাথে সাথে আরও উন্নত চরিত্রের হয়, আর More...
প্রধান শিক্ষকঃ
সরদার বদিউল আলম
প্রধান শিক্ষক
সকল প্রশংসা মহান আল্লাহর যিনি মানব জাতিকে আশরাফুল মাখলুকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং সৃজনী ক্ষমতা দান করেছেন। “জামালপুর কালিয়াকৈর এম ই এইচ আরিফ ইনস্টিটিউট” গাজীপুর জেলার কালিয়াকৈর থানার একটি শ্রেষ্ঠ বিদ্যাপিঠ। আমরা বৃহৎ জনগোষ্ঠীর কোমলমতি শিক্ষার্থীর এক ক্ষুদ্র অংশকে নিয়ে কালের খেয়ায় এগিয়ে যাচ্ছি, মানুষকে মানবসম্পদে পরিণত করার মহান ব্রত সামনে রেখে। বাংলাদেশ সরকারের আরোপিত পাঠ্যক্রম অনুসরণ করে ভবিষ্যতের সুন More...
জানুয়ারি 2016 থেকে মধ্যপাড়া, মৌচাক,ফুলবাড়িয়া, বোয়ালী, মির্জাপুর, পিরুজালী ইউনিয়নের মিলনস্থল জামালপুরে শান্ত ছায়াঘেরা পরিবেশে পাকা রাস্তার পার্শ্বে অঞ্চলের ছেলেমেয়েদের পড়ালেখার শক্ত ভিত্তি তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়েছে- জামালপুর কালিয়াকের এম ই এইচ আরিফ ইনস্টিটিউট
| Notice | Publish Date |
|---|---|
| New ২০২৫ সনের এস এস সি পরীক্ষার সাফল্য | 31 Jul 2025 |